সম্মানিত ইউনিয়ন বাসি আসসালামুআলাইকুম
এতদ্বারা ০৯নং খোলাহাটী ইউনিয়নের বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা ভাতা, এবং প্রতিবন্ধী ভাতাভোগীদের তথ্য লাইভ ফিঙ্গার প্রিন্ট ও ভাতাভোগীর নিজস্ব মোবাইল নাম্বার হালনাগাদ করা হবে। উক্ত হলনাগাদ করনের জন্য ভাতাভোগীকে স্ব-সরিরে উপস্থিত হয়ে তার ফিঙ্গার ও মোবাইল নাম্বর নিশ্চিত করার জন্য বিনিত অনুরোধ করছি। অন্যথায় তাহার ভাতাভোগীর নাম বাতিল বলিয়া গন্য হতে পারে।
বয়স্ক ভাতাভোগীদের ক্ষেত্রে প্রয়োজনঃ
১। ভোটার এনআইডির মুল কপি ও ফটোকপি সঙ্গে
আনতে হবে।
২। নিদিৃষ্ট মোবাইল নাম্বার সহ মোবাইল আনতে হবে।
বিধবা ভাতাভোগীদের ক্ষেত্রে প্রয়োজনঃ
৩। বিধবা ভাতাভোগীদের স্বামীর মৃত্যুর সনদ অথবা চেয়ারম্যান/মেম্বর কর্তৃক প্রতয়ন পত্র।
২। নিদিৃষ্ট মোবাইল নাম্বার সহ মোবাইল আনতে হবে।
প্রতিবন্ধি ভাতাভোগীদের ক্ষেত্রেঃ
4। ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধনের মুল কপি ও ফটো কপি সঙ্গে আনতে হবে।
২। প্রতিবন্ধি কাড মুল কপি ও ফটোকপি।
৩। নিদিৃষ্ট মোবাইল নাম্বার সহ মোবাইল আনতে হবে।
স্বামী পরিত্যাক্ত ভাতাভোগীদের ক্ষেত্রে
১। ভোটার এনআইডির মুল কপি ও ফটোকপি
২। সংশ্লিষ্ট ইউপি সদস্য/চেয়ারম্যান কর্তৃক স্বামী পরিত্যক্ত মর্মে প্রত্যয়ন পত্র আনতে হবে।
৩। নিদিৃষ্ট মোবাইল নাম্বার সহ মোবাইল আনতে হবে।
উপস্থিতির স্থানঃ খোলাহাটী ইউনিয়ন পরিষদ কার্যালয়।
ওয়াড ভিত্তিক উপস্থিতির তারিখ:
৩০-০৭-২০২৩ তারিখ রোজ রবিবার ১,২,৩ নং ওয়াড
৩১-০৭-২০২৩ তারিখ রোজ সোম বার ৪,৫,৬ নং ওয়াড
০১-০৮-২০২৩ তারিখ রোজ মঙ্গল বার ৭,৮,৯ নং ওয়াড
বিঃদ্রঃ উক্ত তারিখ এর মাধ্য ভাতাভোগীর তথ্য হালনাগাদে র্ব্যথ হলে ইউনিয়ন পরিষদ দায়ী থাকিবে না।
আহবানে
মোঃ মাসুম হক্কনী
চেয়ারম্যান
খোলাহাটী ইউনিয়ন পরিষদ
গাইবান্ধা সদর, গাইবান্ধা।
01716288434