ইউআইএসসি,পরিচিতি,
উদ্যোক্তা
মো: আল আমিন মিয়া,
খোলাহাটী ইউনিয়ন পরিষদ,
গাইবান্ধা সদর,গাইবান্ধা
পরিচিতি
মো: আল আমিন মিয়া,
পিত মো: খলিলুর রহমান বাদশা
মাতা মোছা: আমেনা বেগম,
গ্রাম:বারুইপাড়া,ইউনিয়ন:খোলাহাটী,পোষ্ট: খোলাহাটী,উপজেলা: গাইবান্ধা সদর, জেলা :গাইবান্ধা।
প্রাথমিক পর্যায়
প্রথমে আমি বেকার ছিলামআমার চলার কোন পথ খুজে পাচ্ছিলামনা ,এর পর ইউনিয়ন পরিষদের ইউআইএসসিতে যোগ দিলায়ে ,ডিজিটাল বাংলাদেশ লক্ষে
কাজ শুরু করলাম।প্রথমে মাসে আমার ইনকাম ছিল ৩২৫ টাকা। প্রথমত আমি হতাসায় পরেছিলাম।এর পরঅঘাত পরিশ্রমেআমি নিজেই প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে প্রচার করা সুরু করলাম,এবং আস্তে আস্তে আমার ইনকাম বারতে থাকে।
ইউআইএসসি, প্রচার প্রচারনা
লোক জনের মারফতে ও মাইকিং করেপোষ্টার ব্যনার লিখে বাজারে বাজারে লাগিয়েদিয়েছি, এবং অনেক সময় লোকজনকে ফ্রি সেবা দিয়েছি। সব শেষে প্রচার করলাম ২০১২ সালের ক্যালেন্ডারে ইউআই এসসি সেবা সমুহসহ ছাপিয়ে পুরো ইউনিয়নের দোকানে,ষ্টলে বিলি করেছি। কারন এই ক্যালেন্ডার ২০১২সাল পর্যন্ত চলবে আমার প্রচারও ২০১২
আমাদের সেবা সমুহ
ফটোকপি
ছবিতোলা
ছবি লেমিনেটিং
কম্পোজ
অনলাইনে জন্ম নিবন্ধন
অনলাইনে বিশ্ববিদ্যালয় ভর্তি
প্রিন্টিং
স্ক্যানিং
ডেটা এন্ট্রি
ইমেইল
ইন্টারনেট ব্রাউজিং
কম্পিউটার প্রশিক্ষন
পরিক্ষার ফলাফল
চাকুরির তথ্য
ভিডিও কনফারেন্স
সকল প্রকার অনুষ্ঠান ভিডিও করা
সাফল্য
জনগন নিজের ইউনিয়নে হাতের কাছেই সব ধরনের সেবা অল্প টাকায় মনের মতো করে নিতে পাচ্ছে এতে জনগন যেমন উপকৃত হচ্ছে তেমনি ইউআইএসসিতে ইনকাম হচ্ছে লাভবান হচ্ছে।গত ডিসেম্বর ২০১১ মাসে ইনকাম হয়েছিল ২৩৩৭৩ টাকা, আমি একজন সফল উদ্যোক্তা হতে পেরেছি বলে আমি মনেকরি। আমার সংসারে বাবা মা ভাই বোন সহ সকলে মিলে ভাল ভাবে চলছে আমাকে সার্বিক সহযোগীতা করেছেন চেয়ারম্যান সহ সচিব।
যোগাযোগ
মো: আল আমিন মিয়া
উদ্যোক্তা
UISCখোলাহাটী ইউনিয়ন পরিষদ
গাইবান্ধা সদর,গাইবান্ধা
০১৭১০১৮৯৫৬২
Skype: alamin2276
Email: janani.amin@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস