এতদ্বারা খোলাহাটী ইউনিয়ন জনসাধারনে অবগতির জন্য জানাচ্ছি যে, ইউনিয়ন পরিষদ সংলগ্ন গ্রাইমারী/ইবতেদায়ী সমাপানি পরিক্ষার কেন্দ্র উক্ত কেন্দ্রে পর্যাপ্ত পরিমান কক্ষ না থাকায়,ইউনিয়ন পরিষদের ৪টি কক্ষে পরিক্ষাথী পরিক্ষা দিবেন। সরকারী বিধান অনুযায়ী পরিক্ষাকেন্দ্রের 100গজের ভিতরে জনসাধারনের প্রবেশ করা নিশেধ থাকায় ইউডিসির কার্যক্রম সকাল 10টা হইতে দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে। 20 হইতে 27 নভেম্বর পর্যন্ত। 28 তারিখ হইতে পুর্বের নিয়মে সকাল 9 টা হইতে রাত্রি 8টা পর্যন্ত সেবা প্রদান করা হবে। সামরিক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস