Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
গাইবান্ধা সদর উপজেলার সংরক্ষিত ও সাধারন ওয়ার্ডের সদস্য পদে নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান
বিস্তারিত

স্মারক নং -05.55.3224.001.08.002,21.6 বিষয় : গাইবান্ধা সদর উপজেলার সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে নির্বাচনে নবনির্বাচিত সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান : বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের ০৯.১২.২০২১ তারিখের পত্র সূত্র -১ নং -17,00,3224,035,46,124.21,213 : জেলা প্রশাসকের কার্যালয় , গাইবান্ধার স্থানীয় সরকার শাখার ১২.১২.২০২১ তারিখের পত্র নং -০৫ , ৫৫.৩২০০ , 07004 , 004.2020,957 উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ পত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে , গাইবান্ধা সদর উপজেলাধীন লক্ষ্মীপুর , মালিবাড়ী , কুপতলা , সাহাপাড়া , বল্লমঝাড় , রামচন্দ্রপুর , বাদিয়াখালী , বোয়ালী , খোলাহাটী , ঘাগোয়া , গিদারী , কামারজানী ও মোল্লারচর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন , ২০২১ এ নির্বাচিত সংরক্ষিত ওয়ার্ড সদস্য এবং সাধারণ ওয়ার্ডের সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী ১৫ ডিসেম্বর , ২০২১ তারিখ রোজ বুধবার বেলা ১১.০০ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমি , গাইবান্ধায় অনুষ্ঠিত হবে । উক্ত অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করাবেন মো : আব্দুর রাফিউল আলম , উপজেলা নির্বাহী অফিসার , গাইবান্ধা সদর , গাইবান্ধা । ০২ । এমতাবস্থায় , উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব সম্বলিত হলফনামা ( সম্পদ বিবরণী ) সহ প্রচলিত স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে উপস্থিত থেকে বিধিমোতাবেক শপথ গ্রহনের জন্য অনুরোধ করা হলো ।

( মো : আব্দুর রাফিউল আলম )

উপজেলা নির্বাহী অফিসার

গাইবান্ধা সদর, গাইবান্ধা।

প্রকাশের তারিখ
12/12/2021
আর্কাইভ তারিখ
31/12/2021